শ্রীশ্রীগণেশের অষ্টোত্তর শতনাম
শ্রীশ্রীগণেশের অষ্টোত্তর শতনাম শুভ গণেশ চতুর্থী আন্তরিক শুভেচ্ছা আর শুভ কামনা · শ্রীশ্রীগণেশের অষ্টোত্তর শতনাম পুরাণভারতী শ্রীধনপতি হালদার কর্ত্তৃক সঙ্কলিত প্রথমে গণেশ নাম রাখিল পাবক | ১ পরে নাম গণাধিপ রাখিল ত্র্যম্বক || ২ যত সিদ্ধগণ মোর নাম রাখে গণ | ৩ নাম রাখে গণাগ্রহী নমুচিসূদন || ৪ নাম রাখে গণাধ্যক্ষ যত তুরাসাহ | ৫ গণেশ্বর নাম দিল শ্রীগন্ধবাহ || ৬ নাম দিল গণনাথ ভ্রাতা কার্ত্তিকেয় | ৭ নাম রাখে গণদেবেশ্বর রৌহিনেয় || ৮ গণচলবাসী নাম দিল শ্রীভাস্কর | ৯ গণনায়ক নামে ডাকে দেব ক্ষপাকর || ১০ নাম দিয়েছেন গণরাজ বিরূপাক্ষ | ১১ নাম রাখিলেন গণকর্ত্তা সহস্রাক্ষ || ১২ গণপতি নামে ডাকে তাঁর পিতা হর | ১৩ নাম রাখে গজানন দেব দামোদর || ১৪ নাম দিল গৌরীসুত মহাদেবী তারা | ১৫ গজকর্ণ নাম দিলেন মুনি শ্রীঅঙ্গিরা || ১৬ দানিলেন গজবক্ত নাম সেই মনু | ১৭ বিনায়কেশ-পুত্র নাম রাখিলেন ভানু || ১৮ গুহাগ্রজ নাম রাখিলেন সুরপতি | ১৯ নাম দিল সুরাগ্রজ দেব বৃহস্পতি || ২০ নাম রাখে উমাপুত্র যে মেনকারাণী | ২১ বিঘ্ন বিনাশন নাম দিল অব্জযোনি || ২২ বিঘ্নরাজ নাম দিল বৃহতিসূদন ...